শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

দীপ্ত নিউজ ডেস্ক
1 minutes read

দেশের বিভিন্ন স্থানে শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। সর্দি-কাশি-ডায়রিয়া-নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অনেকে। হাসপাতালে বাড়ছে রোগী। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।

গত কয়েকদিনের তুলনায় রবিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য শনিবার থেকে আগের তিনদিন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন।

বাড়ছে রোগ-ব্যাধির প্রকোপ। এরমধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সবশেষ একদিনে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে ৫০ জন। কুড়িগ্রামেও বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন-ই ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে জেলার বাসিন্দারা।

দিনাজপুরেও শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা।

 

 

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More