২০৪১ সালে ডিজিটাল থেকে স্মার্টে রুপান্তর হবে বাংলাদেশ। যার চারটি ভিত্তি হবে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনোমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনায় এসব জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, ডিজিটাল বাংলাদেশ না হলে করোনায় স্থবির হয়ে যেতো দেশ।
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এতে সরাসরি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ খাতে বিশেষ অবদানের জন্য বিজয়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এছাড়া পুরস্কার দেয়া হয়, ডিজিটাল দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের।
প্রধানমন্ত্রী বলেন, চলমান মহামারী সামাল দিতে উন্নত বিশ্বের দেশগুলো যখন হিমশিম খেয়েছে, বাংলাদেশে তখন প্রায় প্রতিটি খাত তুলনামূলক সচল রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহারে ২০২১ সালের মধ্য যে লক্ষ্য নির্ধারণ করেছিলো তা বাস্তবায়িত হয়েছে। এখন অপেক্ষা ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের।
সরকার প্রধান বলেন, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে তার ওপর আঘাত এসেছে, বারবার। তবে ভয় না পেয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।