শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সাতক্ষীরা, পটুয়াখালী ও কুড়িগ্রামের অনেক গণকবর সংরক্ষণ করা হয়নি

দীপ্ত নিউজ ডেস্ক
1 minutes read

সাতক্ষীরা, পটুয়াখালী ও কুড়িগ্রামের অনেক গণকবর ও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার স্থানগুলো এখনো চিহ্নিত ও সংরক্ষণ করা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও বীর মুক্তিযোদ্ধারা।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়, সাতক্ষীরা শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের একটি জমিতে, সাতশ’র মতো মানুষকে হত্যার পর, মাটি চাপা দিয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী। এ ছাড়া সদরের ঝাউডাঙা, বাকাল ও সাহাপাড়ায় মুক্তিকামী অনেক মানুষকে হত্যা করে তারা। কিন্তু এত বছরেও শনাক্ত হয়নি সব বধ্যভূমি। নির্মিত হয়নি স্মৃতিস্তম্ভ।

পটুয়াখালীতেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দখলদার বাহিনীর নৃশংসতার চিহ্ন। কিন্তু অযত্ন-অবহেলায় পড়ে আছে শহীদদের গণকবরসহ, পাকিস্তানিদের বর্বরতার স্থানগুলো।

সারা দেশের মতো কুড়িগ্রামেও মুক্তিকামী অনেক মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা। কিন্তু সংরক্ষণ করা হয়নি সেসব চিহ্ন। এর মধ্যে কুড়িগ্রাম জেলা কারগারের গণকবরটি অন্যতম।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More