শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শুরু হয়েছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী

দীপ্ত নিউজ ডেস্ক
1 minutes read

ঢাকায় শুরু হয়েছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। বৃহস্পতিবার মাসব্যাপী প্রদর্শনী উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিল্পীদের এ মিলনমেলা বিভিন্ন দেশের সংস্কৃতি চর্চার বিকাশ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে, দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ। ১৯তম এ প্রদর্শনীতে ১১৩টি দেশের ৪৯৩ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করছেন। মাসব্যাপী এ আয়োজনে থাকছে আন্তর্জাতিক আর্ট ক্যাম্প, সেমিনার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, পারফর্মেন্স আর্ট, ভাস্কর্য, চিত্রকর্ম প্রদর্শনী, স্থাপনা শিল্প, শিশু কর্ণার ও নিউমিডিয়াসহ কারুপণ্য মেলা।

বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি এ প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে দেশী বিদেশী চিত্রশিল্পীদের হাতে পদক ও সম্মাননাপত্র তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ ও তাদের সংস্কৃতি জানতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ।

মাসব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে নৌ-বিহারে অংশগ্রহণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিদেশী শিল্পীরা।

 

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More