দেশে প্রায় সব ক্ষেত্রেই ঘুষ ছাড়া কাজ হয়না, গরীবের জমি দখল করে নিচ্ছে ক্ষমতাবানরা এবং বয়স্কদের ভাতা মেরে খাচ্ছে জনপ্রতিনিধিরা। সব জায়গায় এমন নানা অসঙ্গতির কারণে উন্নয়ন জনগণের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জনশুনানিতে এসব কথা বলেন পিছিয়েপড়া জনগোষ্ঠীর সদস্যরা।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এভাবেই নিজেদের বঞ্চনার কথা তুলে ধরেন দেশের প্রান্তিক পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। জাতীয় উন্নয়ন এবং স্থানীয় বাস্তবতা” শীর্ষক এ জনশুনানির আয়োজন করে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ’।
বিশিষ্টজনদের মতে, সমাজের এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ছাড়া, দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশে সামগ্রিক উন্নয়ন হলেও কিছু জায়গায় ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন স্থানীয় সরকার মন্ত্রী।
এসডিজি বাস্তবায়নে কাউকে পিছিয়ে রেখে নয়, সকলকে সমন্বিত উন্নয়নের আওতায় আনার দাবি পিছিয়েপড়া জনগোষ্ঠীর।