আবার ট্রাক-কাভার্ডভ্যানের দখলে রাজধানীর গুরুত্বপূর্ণ সাতরাস্তা-তেজগাঁও রেলক্রসিং সড়ক। প্রয়াত মেয়র আনিসুল হকের নামে রাখা এই রাস্তার বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। ফলে ভোগান্তিতে পড়ছে পথচারীরা, ব্যাহত হচ্ছে যোগাযোগ।
সাতরাস্তা থেকে তেজগাঁও রেললাইন পর্যন্ত এই সড়কটি দখল করে গড়ে উঠেছিল ট্রাকস্ট্যান্ড। ব্যাহত হচ্ছিল মানুষ ও যানবাহনের চলাচল। ২০১৫ সালে আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়ার পরপরই এই ট্রাকস্ট্যান্ড উচ্ছেদের উদ্যোগ নেন। অনেক বাধাবিপত্তির পরও পিছপা হননি তিনি।
অবশেষ মুক্ত হয় সড়কটি। ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যান। ২০১৮ সালে তার নামে সড়কটির নামকরণ করা হয়। কিন্তু তার মৃত্যুর কিছুদিন পরই পুরনো চেহারায় ফিরে আসে সড়কটি। ফের শুরু হয় জনভোগান্তি। মেয়র আনিসুল হক সড়কের বেশির ভাগ জায়গাই এখন ময়লা-আবর্জনার ভাগাড়।
বুধবার ছিল ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, সাতরাস্তা থেকে তেজগাঁও রেললাইন পর্যন্ত সড়কটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।