মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পাশের হার কমলেও, বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা

দীপ্ত নিউজ ডেস্ক
1 minutes read

শিক্ষার মান, পাঠদান ও সুযোগের সমতা নিশ্চিত না করার কারণে, এ বছর এসএসসি পরীক্ষায় ৫০টি প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করতে পারেনি। এমনই বলছেন শিক্ষাবিদরা। তারা বলেন- বিপুল সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায়, মেধার মূল্যায়ন করা কঠিন।

এ বছর এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৮৭ দশমিক চার চার ভাগ, যা গতবারের চেয়ে ৬ দশমিক এক চার ভাগ কম।১১টি শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল ২০ লাখের মতো। তাদের মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। জিপিএ-ফাইভ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। শিক্ষাবিদরা বলছেন- পাশের হারের চেয়ে, শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান কতোটা অর্জন করতে পেরেছে, তা-ই মূল কথা।

দেশের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ না হওয়ার ঘটনায়, তাঁরা বলেন- ওইসব প্রতিষ্ঠান উপযুক্ত পাঠদান নিশ্চিত করতে পারেনি। চলতি বছর এসএসসি পরীক্ষায় পাশের হার কমলেও, বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More