শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাত পোহালেই ভোট; শৃঙ্খলায় ৮ লাখ সদস্য

দীপ্ত নিউজ ডেস্ক
7 minutes read

আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নির্বাচন শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে পুলিশের পৌনে দুই লাখ, বিজিবির ৪৯ হাজার ও সেনাবাহিনীর ৩৮ হাজার সদস্য। পাশাপাশি থাকবে পাঁচ লাখ ১৭ হাজার আনসার। আর সার্বিক দিক তদারকি করবেন দুই হাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া শুরু করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। ৫ ডিসেম্বর সকাল ৮টায় প্রচারপ্রচারণা শেষ হওয়ার আগ পর্যন্ত দিয়েছেন নানা প্রতিশ্রুতি।

এতদিন হিসাবনিকাশ করেছেন ভোটাররা। ৭ জানুয়ারি রবিবার নিজ নিজ কেন্দ্রে গিয়ে, পছন্দের ব্যক্তিকে ভোট দেবেন তারা।

দেশের আইনসভাজাতীয় সংসদে আসন সংখ্যা ৩০০। গত ১৫ নভেম্বর সব আসনে নির্বাচনের তপশিল ঘোষণা করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু নওগাঁ২ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনে ভোট স্থগিত করেছে ইসি। এখন ২৯৯টি আসনে ভোট হবে।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৮টি দল। মোট প্রার্থী এক হাজার ৯৭০ জন। বিভিন্ন দলের প্রার্থী এক হাজার ৫৩৪ জন। আর স্বতন্ত্র রয়েছেন ৪৩৬ জন। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি। ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরইমধ্যে প্রস্তুতি শেষ করেছে কমিশন।

শান্তিপূর্ণ পরিবেশে অবাধসুষ্ঠু ভোট নিশ্চিতে, মোতায়েন করা হয়েছে পুলিশের এক লাখ ৭৪ হাজার ৭৬৭ সদস্য। রয়েছে রেবের ৬৬৫টি টিম, কোস্টগার্ড ২,৩৫৫, বিজিবির সদস্য ৪৪ হাজার ৮১২। আর সেনাবাহিনীর ৩৮ হাজার ১৫৪ ও নৌবাহিনীর ২,৮২৭ সদস্য মাঠে রয়েছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, সশস্ত্রবাহিনীর সদস্যরা ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন।

নির্বাচন ঘিরে গত কয়েকদিন বেশকিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জনের প্রাণ গেছে। এ ব্যাপারে উদ্বেগ রয়েছে বিভিন্ন মহলে।

রবিবার ভোটগ্রহণ সামনে রেখে, শনিবার মধ্যরাত থেকে ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সিক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্রবাহিনী, প্রশাসনের সদস্য ও অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবার যানবাহন, সংবাদপত্র বহনকারী যানবাহন, দূরপাল্লার যানবাহন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টদের ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল থাকবে।

সাংবাদিক, পর্যবেক্ষক এবং নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা নির্বিঘ্নে সর্বত্র চলাচল করতে পারবেন।

 

আরও পড়ুন: রাত পোহালেই ভোট, সব প্রস্তুতি শেষ

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More