২০
আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের নতুন তারিখ ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের জন্য ৩ ডিসেম্বর তারিখ ঠিক করা হয়েছিল। পরে তা ৮-৯ তারিখ নির্ধারণ করা হয়েছিল। এবার সেই তারিখ পরিবর্তন করে ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
২০১৮ সালের ১১ মে ছাত্রলীগের সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলন হয়। ওই সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নেতৃত্বে আসেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রব্বানী। হিসাব অনুযায়ী- ২০২০ সালের ১০ মে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা।