আমড়া কেনাবেচায় জমজমাট ঝালকাঠির ভীমরুলী খালের ভাসমান হাট। পদ্মা সেতুর কারণে রাজধানীসহ, দেশের বিভিন্ন স্থানে দ্রুত পৌঁছে যাচ্ছে এই ফল। পর্যাপ্ত ক্রেতা থাকায়, ভালো দাম পাচ্ছেন চাষিরা।
ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলী খালের ভাসমান আমড়ার হাট এখন প্রতিদিন মুখরিত থাকছে ক্রেতা-বিক্রেতার পদচারণায়। জেলার বিভিন্ন জায়গায় আমড়া বেচাকেনা হলেও, এটি-ই সবচেয়ে বড় বাজার। ভীমরুলী খালের এই ভাসমান হাটে চাষিরা সরাসরি পাইকারদের কাছে আমড়া বিক্রি করেন। এসব ফলের বেশির ভাগ আসে সদর উপজেলার কীর্ত্তিপাশা, নবগ্রাম ও গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন থেকে।
এ বছর প্রতি মণ আমড়া পাইকারি বিক্রি হচ্ছে ৮শ থেকে ১২শ টাকায়। চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি বছর ঝালকাঠির ৬৪১ হেক্টর জমিতে আমড়া চাষ হয়েছে। এতে ৬ হাজার ৮শ মেট্রিক টনের বেশি ফলন হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।