১৫
নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা মোড় এলাকায় স্থাপন করা কৃষকের বাজার সাড়া ফেলেছে।
কৃষকরা যেন সহজেই তাদের খেতে উৎপাদিত বিষমুক্ত পটল, বেগুন ও ঢেড়শসহ সকল সবজি বিনা খরচে বিক্রি করতে পারেন ও নিরাপদ খাদ্যের চাহিদা নিশ্চিতের লক্ষ্যে চালু করা হয়েছে এই কৃষকের বাজার।
অপরদিকে নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে শতাধিক বেকার মানুষের। প্রতিদিন এই বাজারে টাটকা সবজিসহ সকল নিত্যপণ্য কম মূল্যে পাওয়ার পাশাপাশি পাইকাররাও এই বাজার থেকে সবজি কিনে চালান করছে ঢাকার কাওরান বাজারসহ দেশের বিভিন্ন স্থানে।
উত্তরের খাদ্য ভান্ডার হিসেবে জেলা নওগাঁ। ধান ও চালের পাশাপাশি এই জেলায় উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চালান হয় দেশের বিভিন্ন স্থানে। কৃষকদের উৎপাদিত সবজি সহজেই ও কম খরচে বাজারজাত করতে ও ভোক্তাদের কাছে বিষমুক্ত সবজি পৌছে দিতে কৃষি মন্ত্রণালয় ও কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই কৃষকের বাজার স্থাপন করেছে বক্তারপুর ইউনিয়ন পরিষদ।
এ বাজারে প্রতিদিন কৃষকেরা তাদের খেতে উৎপাদিত নিরাপদ শাকসবজি খাজনা বিহীন পাইকারি ও খুচরা বিক্রি করবেন। বর্তমানে নির্মিত বাজারের শেডে ১০টি দোকান বসানো হয়েছে। আগামীতে বাজারের আধুনিকায়ন করে আরো শেড বৃদ্ধি করা হবে। এই বাজারকে ঘিরে নতুন করে শতাধিক বেকার মানুষের নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এতে বাড়ির পাশেই কৃষকেরা কৃষিপণ্য বিক্রি করতে পারায় তাদের সময় ও পরিবহন খরচ অনেকটাই কমে এসেছে।
প্রতিদিনের পাশাপাশি সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার এখানে পাইকারী হাট বসারও ব্যবস্থা করা হয়েছে। আগামীতে গবাদিপশুরও হাট বসানো হবে। এই বাজারে স্থানীয় জনগণ সতেজ ও নিরাপদ শাকসবজির পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য কিনতে পারছেন। এই বাজার পেয়ে কৃষকদের সঙ্গে অনেক খুশি স্থানীয়রা।
বাড়ির পাশেই প্রতিদিন সতেজ ও নিরাপদ সবজি পাওয়া যাচ্ছে। এতে করে খরচ ও সময় দুটোই সাশ্রয় হচ্ছে। খেত থেকে সবজি তুলে এই বাজারে এসে বিক্রি করে আবার খেতে গিয়ে সবজির পরিচর্যা করা যাচ্ছে। এতে করে পরিবহন খরচ কম লাগছে না যার কারণে কৃষকরা অনেক লাভবান হচ্ছে।
এই কৃষকের বাজারে পাইকারী সবজি কিনলে কোন খাজনা দিতে হয়না। আর যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়াই প্রতিদিন সতেজ সবজি দেশের বিভিন্ন স্থানে চালান করা সম্ভব হচ্ছে। আগামীতে এই বাজারকে আরো আধুনিকায়ন করা হবে।
নওগাঁয় উৎপাদিত সতেজ ও নিরাপদ সবজি খুব সহজেই দেশের বিভিন্ন স্থানে চালান ও স্থানীয় কৃষকদের লাভবান করতে এবং ভোক্তাদের কাছে নিরাপদ সবজি পৌছে দিতেই এই বাজার স্থাপন করা হয়েছে। আগামীতে এই বাজার আরো সম্প্রসারিত করা হবে।
সবজি চাষের জন্য প্রসিদ্ধ প্রতিটি উপজেলায় এমন কৃষকের বাজার স্থাপন করে কৃষকদের লাভবান করার পাশাপাশি স্থানীয়সহ দেশের বিভিন্ন অঞ্চলের ভোক্তাদের কাছে সতেজ ও নিরাপদ সবজি পৌছে দিতে আরো কৃষকের বাজার স্থাপন করার দাবী নওগাঁবাসীর।