রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ: সর্বশেষ সম্পাদনা: 4 minutes read

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর মধুমতির পাড়ে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা।

দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন তিনি। শেখ হাসিনার নেতৃত্ব গুণ ও সম্মোহনী শক্তি কৈশর থেকেই স্পষ্ট বলে জানান, তাঁর সহপাঠী।

বিশ্বের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা ৪২ বছর ধরে রেখেছেন, উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব। তবে এই মানুষটির জীবন পুরোই ঘটনাবহুল।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে পরিবারের অন্যান্য সদস্যসহ হত্যা করা হলে, জার্মানিতে থাকায় বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা।

বঙ্গবন্ধুকে হত্যার পর পাঁচ বছর নির্বাসিত জীবন কাটিয়ে, ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন তিনি। হাল ধরেন আওয়ামী লীগের। তাঁর নেতৃত্বে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও সবশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে, সরকার প্রধান হন, শেখ হাসিনা। এই সময়ে তিনি বাংলাদেশকে নিয়ে যান স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার এবং নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ তাঁর সাহসিকতার উদাহরণ। বাস্তুচ্যূত মানুষ, অসহায় সাধারণ নারীশিশুবৃদ্ধের কাছে ভরসার নাম বঙ্গবন্ধু কন্যা। অতি সাধারণ জীবনযাপন করা একজন নারী থেকে এখন তিনি বিশ্বনেতা।

শেখ হাসিনাকে বহুবার হত্যার চেষ্টা হয়েছে। মানুষের দোয়ায়ভালোবাসায়, বারবার ফিরে এসেছেন গণমানুষের এই সাহসী ও দূরদর্শী নেতা।

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More