বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গাজা চাষ ও মজুত রাখার অভিযোগে আটক ২

দীপ্ত নিউজ ডেস্ক
4 minutes read

সাতক্ষীরায় বাড়ির উঠানে গাজা গাছ চাষ ও সেবনের জন্য মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালত যথাক্রমে দুই ব্যাক্তিকে ১৫ দিন ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন, কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের আনছার ঢালীর ছেলে নুর মোহাম্মদ (২৫) ও কৃষ্ণনগর গ্রামের রফিকুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা সার্কেলের উপপরিদর্শক বিজয় কুমার সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে সকাল ১১টার দিকে চৌধুরাটী গ্রামের নূরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির উঠানে ১২ ফুট উচ্চতা বিশিষ্ঠ তিন কেজি ওজনের একটি গাজা গাজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপপরিদর্শক রাসেল কবীর বাদি হয়ে নূরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে ভ্রম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

বিজয় কুমার সাহা আরও জানান, কৃষ্ণনগর গ্রামের রফিকুল নিজে সেবন করার জন্য ৫০ গ্রাম গাজা নিজ বাড়িতে মজুত রাখেন এমন সংবাদের ভিওিতে দুপুর ১২টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে গাজাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রফিকুলের নাম উল্লেখ করে মামলা করলে ভ্রম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা তাকে মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

কারাদন্ড শেষে তাদেরকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More