মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আর ২টা মামলা দিলে সেঞ্চুরি হবে: ফখরুল

দীপ্ত নিউজ ডেস্ক
5 minutes read

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার বিবরণ দিতে গিয়ে বলেছেন, ‘আমরা প্রতিদিন প্রায় সবাই মামলার হাজিরা দিতে নিম্ন আদালতে যাই। আমি ক্ষুদ্র মানুষ। আমার বিরুদ্ধেও ৯৮টা মামলা আছে। আর দুটো মামলা বাকি আছে সেঞ্চুরি করতে।’

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর লেক শোর হোটেলে এক সেমিনারে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা এত প্রবল ছিল। কিন্তু এখন দেশের প্রায় ৪০ লাখ মানুষ যারা গণতন্ত্রের জন্য কাজ করেন এবং রাজনীতি করেন। এই মানুষদের বিরুদ্ধে যে মামলা, এই মামলায় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিচার ব্যবস্থা। এখন সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে আদালতকে।

তিনি বলেন, গতকাল (বুধবার) সংসদে একটা বিল পাস হয়েছে। যে বিলটা নিয়ে শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বেই কথা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন। সাংবাদিকসহ সবাই এর ধারা পরিবর্তনের কথা বলেছেন। কিন্তু কোনো কিছু পরিবর্তন না করে শুধু নামটা পরিবর্তন করে সেটাও তারা পাস করিয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনায় সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, মিফতাহ উদ্দীন চৌধুরী, . বোরহান উদ্দীন খান, গণফোরাম একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More