শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আইজিপি পুরস্কার পেলো নওগাঁ জেলা পুলিশ

দীপ্ত নিউজ ডেস্ক
5 minutes read

নওগাঁর বদলগাছী থানার ডাকাতি মামলা ডিটেকশন, আন্তঃজেলা ডাকাত চক্রের ৭জন ডাকাত গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য আইজিপি পুরস্কার পেলো নওগাঁ জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিক ভাবে জেলা পুলিশের সেই অভিযানিক টিমের প্রধানের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

এসময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ অন্যান্য সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন গত আগস্ট মাসের ১০তারিখে দিবাগত রাতে জেলার বদলগাছী থানার বৈকুন্ঠপুর বাজারে দুইজন নৈশ্য প্রহরীসহ তিনজনকে বেঁধে রেখে ০৬টি দোকানের তালা কেটে ৮জনের একটি ডাকাত দল দোকানে থাকা কীটনাশক, মনোহারী সামগ্রী ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুন্ঠন করে। এ সংক্রান্তে বদলগাছী থানায় একটি মামলা রুজু হলে সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ গাজিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সাহায্যে দ্রুত ডাকাতদের চিহ্নিত করে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জনাব জয়ব্রত পাল, ইনচার্জ ডিবি জনাব মোঃ হাশমত আলী, এসআই (নিরস্ত্র) মোঃ বদরুদ্দোজা জিমেল এবং বদলগাছি থানা পুলিশের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস টিম গত আগস্ট মাসের ১৬তারিখ দিবাগত রাত হতে ২০তারিখ দিবাগত রাত পর্যন্ত একটানা ০৫দিন ব্যাপী নওগাঁ,বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ডাকাতির সাথে যুক্ত মোট ০৭জন ডাকাতকে গ্রেফতার করে এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করে।

জেলা পুলিশের এরকম একটি আভিযানিক সাফল্য পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে যার স্বীকৃতিস্বরূপ মাননীয় আইজিপি স্যার এ টিমকে আর্থিক পুরষ্কারে পুরষ্কৃত করেন। মাননীয় আইজিপি স্যারের সেই পুরস্কার সেপ্টেম্বর২৩ মাসের মাসিক কল্যান সভায় ওই চৌকস পুলিশ টিমের হাতে আর্থিক পুরষ্কার তুলে দেয়া হয়।

তিনি আরো বলেন এমন পুরস্কার নি:সন্দেহে আগামীতে আরো ভালো কাজ করার পাথেয় হিসেবে কাজ করবে। এছাড়া দেশের জন্য কল্যাণকর কাজে পুলিশ সদস্যদের উৎসাহ আর অনুপ্রেরণার উৎস হিসেবে এমন পুরস্কারের কোন বিকল্প নেই। এমন পুরস্কার অর্জন করায় আমি জেলা পুলিশসহ ওই পুলিশ টিমকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ তাদের এমন দু:সাহসিক কাজের মাধ্যমে জেলা পুলিশের মুখ উজ্জ্বল হয়েছে। আমি শতভাগ আশাবাদি নওগাঁ জেলা পুলিশ তাদের মেধা দিয়ে এমন প্রশংসনীয় কাজের মাধ্যমে আগামীতেও এমন অর্জন ধরে রাখবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More