শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেশি বিদেশি অপশক্তি দেশের মাথা নিচু করার চেষ্টা করছে-শামীম ওসমান

8 minutes read

নারায়ণগঞ্জ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যারা ইসলামের নাম নিয়ে ধর্ম ব্যবসা করে, এটাকে আল্লাহ কখনও এলাউ করে না। উৎসব আমাদের সবার। আপনারা ভাল থাকবেন। শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। তিনি থাকলে অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। দেশি বিদেশি শক্তি দেশের মাথা নিচু করার চেষ্টা করছে। আমার বিশ্বাস শেখ হাসিনা থাকলে, এটা কেউ করতে পারবে না।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর ২নং রেল গেট থেকে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান এটা দেখার বিষয় না। এই দেশে যতটুকু অধিকার জাতির পিতার কন্যা শেখ হাসিনার আছে, যতটুকু অধিকার আমার আছে, ততটুকু অধিকার আপনারও আছে। কারণ দেশটা আমাদের সবার। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, অশুভ শক্তি সবসময় থাকবে। আমরা সবাই মিলে চেষ্টা করবো, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি অসম্প্রদায়ীক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য।’

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এ র‌্যালি আয়োজন করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

শামীম ওসমান বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের ছিলাম সেটা বিষয় ছিলো না, বিষয় ছিলো আমরা সবাই বাঙ্গালি। আর এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। বাংলাদেশের কোথায় কি হবে জানি না, তবে নারায়ণগঞ্জে সাম্প্রদায়ীকতার ছড়ায়নি, ছড়াবেও না। এ জেলার মতো পাশাপাশি কবরস্থান, শ্মশান ও খ্রিস্টানদের কবরস্থান বাংলাদেশে আর কোথাও নাই। আমরা মৃত্যুর আগেও একসাথে আছি, মৃত্যুর পরেও একসাথে থাকবো।’

তিনি আর বলেন, ‘যে কোন শক্তিকে মোকাবেলা করার জন্য আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আমি মনে করি, ইসলাম ধর্মের প্রথম কাজ আরেকটি ধর্মকে সম্মান করা। যারা ইসলামের নাম নিয়ে ধর্ম ব্যবসা করে, ইসলাম কখনো তাদেরকে সমর্থন করে না।’

তিনি আরও বলেন, ‘আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ একটি অসম্প্রদায়ীক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। এখন যেমন বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আগামীতেও দাঁড়িয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছে বাংলাদেশকে কেউ মাথা নিচু করাতে পারবে না। আমার বিশ্বাস জয় আমাদের হবেই, কারণ আমরা বীরের জাতি।’

নগরীর ২নং রেল গেট এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বর হয়ে আবার ২নং ২নং রেল গেট এলাকায় এসে শেষ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More