শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে রাইফেল ক্লাবে শুরু হয়েছে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ

দীপ্ত নিউজ ডেস্ক
4 minutes read

চট্টগ্রামের রাইফেল ক্লাবে শুরু হয়েছে ৩৯ তম জাতীয় জুনিয়র ও সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা।

শনিবার (২২ জুলাই) দুপুরে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের সচাব ড. মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ টুর্নামেন্টের মাধ্যমে জাতীয মানের আরো টেবিল টেনিস খেলোয়ার সৃষ্টি হবে জানান অতিথিরা।

৮ দিনব্যাপী প্রতিযোগিতায় খেলা হবে পুরুষ একক, পুরষ দলগত, মহিলা একক, মহিলা দলগত, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত এবং মিশ্র দ্বৈত ইভেন্টে।

প্রতিযোগিতায় ৩৫ জেলা, ৪ বিভাগ, ৫ সার্ভিসেস সংস্থা ও ২ বিশ্ববিদ্যালয়ের নারী ও পুরুষ সহ ৩০০ খেলোয়াড় অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা সারা দেশে ছড়িয়ে দেবার কথা জানান সাবেক সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মেজবাহ উদ্দিন।

চট্টগ্রাম জেলা প্রকাশক মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, জাকজমক এ টুর্নামেন্টের আয়োজন চট্টগ্রামে হবার ফলে চট্টগ্রামের ছেলে মেয়েরা এ খেলায় আকৃষ্ট হবে। আন্ত স্কুল ও কলেজ টেবিল টেনিস প্রতিযোগিতা শুরুর কথাও তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসানসহ ফেডারেশনের কর্মকর্তা ও সিজেকেএস কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

রুনা আনসারী/এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More