বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মরিচের দামে কারসাজি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

দীপ্ত নিউজ ডেস্ক
4 minutes read

অতিরিক্ত মূল্যে কাঁচা মরিচ বিক্রয়, ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩ জুলাই) বেলা সাড়ে ৪ টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান রুমেল বলেন, জেলা প্রশাসকের নির্দেশে সকাল থেকে সদর উপজেলার জাগীর কাচা বাজার আড়ৎ, মোল্লা বাজার, পৌর কাচা বাজার ও মানিকগঞ্জ দুধ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, ১৬০ টাকায় ক্রয়কৃত কাচা মরিচ খুচরা বাজারে ৩৫০৪০০ টাকায় বিক্রয় করছে।

অতিরিক্ত মূল্যে কাচা মরিচ বিক্রয় করার অপরাধের জাগীর আড়াৎতের রুবেল ষ্টোরকে ২ হাজার টাকা, মেসার্স লেছু বাণিজ্যালয়কে ২ হাজার টাকা, মোল্লা বাজারের রাসেল ষ্টোরকে ৫০০ টাকা, মান্নান ষ্টোরকে ৫০০ টাকা এবং দুধ বাজারের রুবেল ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে প্রচুর সংখ্যক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। খুচরা ও পাইকারি বাজারের সকল ব্যবসায়ীকে ক্রয় বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ করতে সংশ্লিষ্ট বাজার কমিটিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

জাহিদুল হক চন্দন/এসএ/দীপ্ত নিউজ

 

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More