রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বরিশালের জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি পানি সম্পদ প্রতিমন্ত্রীর

দীপ্ত নিউজ ডেস্ক
3 minutes read

 

 

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বরিশালকে এক সময় প্রাচ্যের ভেনিস বলা হতো। গত ১০ বছরে তেমন কোন উন্নয়ন না হওয়ায় সেই ভেনিস ভেনিশ (শেষ) হয়ে গিয়েছিলো।

বিসিসি’র নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে সাথে নিয়ে বরিশালের হারানো গৌরব ফিরিয়ে আনতে সচেস্ট হওয়ার কথা বলেন তিনি।

বরিশালের সাংবাদিকদের সাথে মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, দ্রুত খাল খননের মাধ্যমে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করা হবে।

সদ্য সমাপ্ত বরিশাল সিটি নির্বাচনের পালাবদলের পর নগরীর বিভিন্ন হাটবাজার দখলবাজী শুরু হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগে একজন সব কিছু কুক্ষিগত করে রাখতেন। এখন থেকে যার যার সেক্টর তারা নিয়ন্ত্রন করবে। নিয়মানুযায়ী কাজ হবে। তিনি বলেন, আমি দখলবাজী, টেন্ডারবাজী করতে আসি নাই। অতীতে করিনি, আগামীতেও করবো না। আমার লোকজন কোথাও টেন্ডারবাজী করলে তাও বরদাশত করবো না। এতে আমার সাথে কোন লোক থাকুক আর না থাকুক।

এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

মর্তুজা জুয়েল/ আল /দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More