শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা

দীপ্ত নিউজ ডেস্ক
4 minutes read

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার এলাকা থেকে বঙ্গভবনে ফিরে যান সাহাবুদ্দিন৷

এর আগে, মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১০টা ৫০ মিনিটে রীতিমাফিক ক্রিডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা সম্মান প্রদর্শন করেন৷ রাষ্ট্রীয় সালামের পর গার্ড পরিদর্শন করেন মো. সাহাবুদ্দিন৷

এরপরই মোটর শোভাযাত্রায় সাভারে যান রাষ্ট্রপতি৷ বেলা ১১টা ৪০ মিনিটে মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান৷ বিউগলের করুণ সুরের পাশাপাশি ছিল তিন বাহিনীর সশস্ত্র সালাম৷ রণাঙ্গনের সহযোদ্ধাদের স্মরণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে সম্মান জানান তিনি৷

এরপর ধানমন্ডি৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন৷ এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন তিনি৷

আর এরপরই দিনের শেষ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপতি৷ সেখানে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানো হয়৷ কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার এলাকা থেকে বঙ্গভবনে ফিরে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন৷

সোমবার (২৪ এপ্রিল) সকালে শপথ গ্রহণের পর রাতে সপরিবারে বঙ্গভবনে ওঠেন তিনি৷ গার্ড অব অনারের মধ্যে দিয়ে বঙ্গভবনে তার প্রথম সকাল শুরু হয় ৷ রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের পরদিনই কর্মব্যস্ত সময় পার করলেন মো. সাহাবুদ্দিন।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More