শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু এলাকায় ২১৮ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে আটক

দীপ্ত নিউজ ডেস্ক
3 minutes read

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বে গোলচত্তর এলাকা থেকে ২১৮ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে র‍্যাব১৪ এর সিপিসিএর সদস্যরা।

র‍্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় চোরাকারবারী বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে রংপুর থেকে ঢাকাগামী এস আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারের প্রত্যক্ষ সহায়তায় তাদের বাসে করে ঢাকা উদ্দেশ্যে রওনা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার গোল চত্বর মোড় এলাকায় তল্লাশি চালায়। বাসে থাকা ২১৮ বোতল ফেন্সিডিল, নগদ ২৯ হাজার ৯০০ টাকা উদ্ধার করে। এ সময় ৫ জনকে আটক করে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আন্তঃ জেলা চোরাকারবারী চক্রের সদস্য এবং তারা চোরাচালান পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে।

আরও জানা যায়, তারা রংপুর জেলা হতে অবৈধ আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল বোতল সংগ্রহ করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে।

উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More