বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত

দীপ্ত নিউজ ডেস্ক
7 minutes read

 

মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের উপর হামলাকারী চট্টগ্রাম১৬ আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে টিভি জার্নালিস্টস এসোসিয়েশন চট্টগ্রাম।

শনিবার (২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি নাসির উদ্দিন তোতার সভাপতিত্বে ও টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদুল হকের সঞ্চালনায় সকাল ১১টায় শুরু হওয়া এই সমাবেশে শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে এক উৎসবমুখর পরিবেশের ভেতরেই এই অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছে এই সাংসদ। যা অত্যন্ত নিন্দনীয়। এই হামলায় জড়িত মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করতে হবে।

সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ বলেন, ‘হামলা চালিয়ে মোস্তাফিজুর রহমান এখনও নানাভাবে হামলার শিকারদের হেনস্তা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই হীন চেষ্টা অব্যাহত আছে। যা কোনোভাবেই গ্রহনযোগ্য নয়।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দীন মোহাম্মদ রেজা বলেন, ‘মাঠেঘাটে কাজ করতে গিয়ে সাংবাদিকরা এভাবে মার খাবে, এটা কোনো ভাবেই কাম্য নয়। এই বিষয়ে আওয়ামী লীগের কঠোর অবস্থান নিতে হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী বলেন, ‘মোস্তাফিজুর রহমানের এই ধরনের অপকর্ম এবারই প্রথম নয়। এর আগে তিনি মুক্তিযোদ্ধাদের মারধর করেছেন, নির্বাচনী কর্মকতাদের মারধর করেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করিয়েছেন। বার বার ছাড় পেয়ে এখন ধরাকে সরা জ্ঞান করছেন।

বিক্ষোভ সমাবেশে টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের সদস্যরা ছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নবিএফইউজে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সমাবেশে উপস্থিত ছিলেন। পরে বেলা পৌনে একটার দিকে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আচরণবিধি ভঙ্গ নিয়ে গনমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে তাঁদের মারধর, ক্যামেরাট্রাইপড ভাঙ্গচুর করেন মোস্তাফিজ ও তাঁর অনুসারীরা। এসময় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক রাকিব উদ্দীন, ভিডিওগ্রাফার তারাচরণ দাশগুপ্ত, আরটিভির ভিডিওগ্রাফার এমরাউল কায়েস মিঠু, চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান মো.সোলায়মানসহ বেশ কয়েকজন গনমাধ্যমকর্মী আহত হন।

 

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে কমে গেছে ট্রাকলরি চলাচল

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More