শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় নিষিদ্ধ জাল ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত

দীপ্ত নিউজ ডেস্ক
2 minutes read

কুমিল্লার হোমনায় মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকার আড়াই হাজার মিটার একশটি নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার ঘাড়মোরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এতে এ জালগুলো জব্দ করে জনসম্মুখে আগুণে পুড়িয়ে ফেলা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সঙ্গিয় পুলিশসহ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেনূর মিয়া, ভূমি অফিসের নাজির মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।


সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, গতকাল ঘাড়মোরা বাজারে সাপ্তাহিক হাটে গোপন সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে ৩ লাখ টাকার আড়াই হাজার মিটার একশটি নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় জালের কোনো মালিককে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করাও সম্ভব হয়নি। জণস্বার্থে মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More