সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম-ইলিশ উপহার দিলেন প্রধানমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
5 minutes read

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্তে অবস্থিত ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহাকে হাড়িভাঙ্গা আম, মিষ্টি, ও ইলিশ উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব উপহার পাঠানো হয়। উপহারের মধ্যে ৪০০ কেজি হাড়িভাঙ্গা আম, ৫০ কেজি ইলিশ মাছ ও ৫০ কেজি মিষ্টি রয়েছে।

ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী আখাউড়া সীমান্তের শূন্যরেখায় এসব উপহার গ্রহণ করেন।

উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাপ্পি, ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলম, আগরতলা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট দিব্যেন্দু ভৌমিক ও অন্যান্যরা।

এ সময় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক বলেন, আজ একটি খুশির দিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মূখ্যমন্ত্রীর জন্য আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন। বাংলাদেশ ও ত্রিপুরার যে সম্পর্ক সেটি কিন্তু ১৯৭১ সালের আগে থেকেই সহমর্মিতা ও সহঅবস্থান বজায় রেখেছে। এটার মাধ্যমে ভারতবাংলাদেশের যে গভীর সম্পর্ক সেটি আরও মজবুত হবে ও ত্রিপুরার সঙ্গেও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রীগুলো আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব।

উল্লেখ্য, এর আগে গত রবিবার (২৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৫০০ কেজি ত্রিপুরার বিখ্যাত কিউভেইরাটি জাতের আনারাস উপহার পাঠিয়ে ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

 

রিফাত/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More