৭০
দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মামুনুর রশিদ মামুন (৫৫) কে গ্রেপ্তার করেছে র্যাব–৩।
রবিবার (২২ ডিসেম্বর) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন মহানগর প্রজেক্ট এলাকায় নিজ বাসায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছেন দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম।
গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ২০–২৫ জন সন্ত্রাসী তামিমকে বেধড়ক মারধর করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।
আল