“ফুটবলের ঐতিহ্য, প্রকৃতির নতুন বেশ/ জাফলংয়ের রঙ তুলিতে নতুন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট গোয়াইনঘাট উপজেলায় প্রথমবারের মতো ‘জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার জাফলং পিয়াইন নদী সংলগ্ন বালুতটে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হাসান আল–মামুন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বিচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মাজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ শাহাদাৎ হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার শাহাজাদ উদ্দিন টিপু, অনূর্ধ্ব–১৯ দলের কোচ নূর–ই আলম রাহেল, উপজেলা পর্যটন বিষয়ক কনসালটেন্ট মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।
প্রকৃতি কন্যা জাফলংয়ের এই টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলতে সিলেট ট্যুরিজম ফটোফেস্ট ও পর্যটন উন্নয়ন মেলার বিশেষ আয়োজন রাখা হয়।
স্বাগতিক দল জাফলং–পিয়াইন ফুটবল দলসহ সারা দেশ থেকে ২০টি ফুটবল দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় হাজারো দর্শক ও পর্যটকরা জমজমাট ম্যাচ উপভোগ করেন।