উইন্ডিজের মাটিতে এই প্রথম টাইগারদের টি–টোয়েন্টি সিরিজ জয়। ‘ফেরিওয়ালা’ খ্যাত উইন্ডিজ মারকুটে ব্যাটসম্যানদের ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি–টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং পেয়ে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৩ ওভারে ১০২ রান গুটিয়ে যায়। ক্যারিবীয়দের অল্প রানে আটকে দিতে ১৬ রানে ৩ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান, তানজিম সাকিব ও রিশাদ আহমেদ। বাকি উইকেটটি যায় হাসান মাহমুদের দখলে।
উল্লেখ্য, ২০১৮ সালের পর টি–টোয়েন্টিতে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। দেশের বাইরে ২০২২ সালের পর টি–টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/৭ (শামীম ৩৫*, মিরাজ ২৬, জাকের ২১, সৌম্য ১১, মেহেদী ১১, তানজিম ৯; মোতি ২/২৫, আকিল ১/১৬, আলজারি ১/২১, ম্যাকয় ১/৩২, চেজ ১/৮)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৩ ওভারে ১০২ (চেজ ৩২, আকিল ৩১, চার্লস ১৪, কিং ৮,পাওয়েল ৬, পুরান ৫; তাসকিন ৩/১৬,রিশাদ ২/১২, মেহেদী ২/২০, তানজিম ২/২২, হাসান ১/২৩)।
ম্যাচসেরা: শামীম হোসেন (বাংলাদেশ)
এসএ