গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপের শেষ চার খেলতে যাচ্ছে বাংলাদেশে
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরে মালয়েশিয়া অনূর্ধ্ব–১৯ দলকে ১২০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে জান্নাতুল মাওয়া (৪৫ বলে ৪৫ রান) ও সাদিয়া আক্তারের (১৯ বলে ৩১ রান) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ।
জবাবে ব্যাটিংয়ে নেমে নিশিতা আক্তার নিশি–হাবিবা ইসলামদের বোলিং তোপে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
মালয়েশিয়ার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এ ছাড়া ৩ রান করেছেন দুজন, ২ রান একজন, ১ রান চারজন। শূন্য রানে ফিরেছেন তিনজন।
বাংলাদেশের অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ ও লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট।
এসএ