ঝিনাইদহে বিএনপির একাংশের অফিসে দুর্বৃত্তের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের গীতাঞ্জলি সড়কে অবস্থিত সাবেক সাংসদ মসিউর রহমানের ছেলে ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ইব্রাহীম রহমান বাবুর অফিসে এ হামলার ঘটনা ঘটে।
ইব্রাহীম রহমান বাবু অভিযোগ করে বলেন, এ সময় অফিসে কেউ ছিল না । হঠাৎ কিছু যুবক অফিসের গলিতে ঢুকে অচমকা হামলা করে । এ সময় অফিসে থাকা চেয়ার–টেবিল ভাংচুর করা হয়। এমনকি বেগম খালেদা জিয়ার ছবি ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ছিঁড়ে ফেলা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা শোনার পর আমরা সেখানে গিয়েছিলাম। বেশ কিছু চেয়ার ভাংচুর করা হয়েছে । এখনও কোন অভিযোগ কেউ করেনি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।
উল্লেখ্য, শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডের লালনমোড়ে বিএনপির বাবু গ্রুপের মিটিং চলাকালে অপর গ্রুপ হামলা চালায়। সেই ঘটনায় ১০ জন আহতের ঘটনা ঘটে।
সোহাগ/আল