মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

ভালোবাসা আর মায়ার গল্পে প্রীতম-তিশা, সঙ্গে পারশা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রূপকথার গল্পের মতো না হলও, ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’।

ওয়েব ফিল্মটিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার সঙ্গে জুটি বাঁধবেন গায়কঅভিনেতা প্রীতম হাসান। চমক এখানেই শেষ নয়। জুলাই–আগস্টের আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারশা মাহজাবীন পূর্ণী আছেন ঘুমপরীর’তে। ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম।

তানজিন তিশা বলেন, ‘গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। আশা করছি, দর্শকদের খুব ভালো লাগবে।’

অভিনেতা প্রীতম হাসান বলেন, ”খুব সুন্দর গল্পের কাজ এটি। এরই মধ্যে নির্মাতা দর্শকদের সুন্দর সুন্দর অনেক কাজ উপহার দিয়েছেন। আশা করছি ’ঘুমপরী’ দর্শকদের আরও ভালো লাগবে।”

যাদেরকে এতদিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন, তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন পারশা মাহজাবীন পূর্ণী। প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন কোনো ওয়েব ফিল্মে।

পারশা বলেন, ’এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যাদের পছন্দ করি, তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’

ঘুমপরী’র নির্মাতা জাহিদ প্রীতম জানান, গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে। শিগগিরই এর শুটিং শুরু হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More