চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই মামলায় রিপন নামে আরেক আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুজনকে চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরীফুল আলমের আদালতে হাজির করে, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত একজনকে ৭ দিন ও অন্য জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র এবং ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না–মঞ্জুরের পর, আদালত পাড়ায় সহিংসতা ছড়িয়ে পড়ে। তখন আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়।
আল/ দীপ্ত সংবাদ