বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলার শিকার হওয়া নিখোঁজ পাঁচ জেলের মধ্যে দুই জনের মরদেহ ১২ দিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১মার্চ) বিকেলে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় মরদেহ দুটি পাওয়া যায়।
নিহত দুজন হলেন কাইয়ুম মাঝি ও আবুল কালাম। এদের মধ্যে কাইয়ুম মাঝির বাড়ি তালতলী উপজেলার চামুপাড়া এলাকায় আর আবুল কালামের বাড়ি বরগুনা সদর উপজেলার রায়ভোগ চৌমুহুনী এলাকায়। এ ঘটনায় এখনও নিখোঁজ তিন জেলে হলেন– ফরিদ, খাইরুল এবং আব্দুল আলীম।
গত ১৭ ফেব্রুয়ারি গভীর রাতে বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলার শিকার হয় ভাই ভাই নামে বরগুনার একটি মাছ ধরার ট্রলারের ১৮ জন জেলে। এ সময় জলদস্যুদের হামলা থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন ৯ জেলে। ঘটনার তিনদিন পর গত ২০ ফেব্রুয়ারি সমুদ্রে ভাসমান অবস্থায় ৪ জেলেকে জীবিত উদ্ধার করেন জেলেরা। পরে চিকিৎসাধীন অবস্থায় এদের মধ্যে একজন মৃত্যুবরণ করেন। এরপর নিখোঁজ ৫ জেলের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয় ।
এফএম/দীপ্ত সংবাদ