১০২
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরুর দিনক্ষণ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের দ্বাদশের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা শেষ করে ফল প্রকাশের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ২ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে। ২৭ ফেব্রুয়ারির মধ্যে টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
সুপ্তি/ দীপ্ত সংবাদ