ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মৃদু কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। গত ১ সপ্তাহে ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
যা রবিবার ছিলো ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতায় বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষজন।
দিনের বেলা উত্তাপ ছড়ালেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই নিম্নগামী হতে থাকে তাপমাত্রা। এই সময় তীব্র শীত অনুভূত হতে থাকে।
শীতের কবলে পড়েছে জেলার নদ–নদী তীরবর্তী চর ও দ্বীপচরের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন।