ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে ২৯ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩১৯ রান।
৮ উইকেটে ৩১৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। স্কোর বোর্ডে ২৯ রান যোগ করতে শেষ দুই উইকেট হারায় তারা। গ্লেন ফিলিপ্স অপরাজিত থাকেন ৫৮ রানে। ইংলিশ বোলার ব্রাইডন কার্স ও শোয়েব বশির নেন চারটি উইকেট। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে, ৭১ রানে চার উইকেট হারায় ইংল্যান্ড। পঞ্চম উইকেটে অলি পোপ ও হ্যারি ব্রুকের ১৫১ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে উঠে তারা। ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক তুলে পোপ থামেন ৭৭ রানে। তবে ব্রুক তুলে নেন ক্যারিয়ারের সপ্তম টেষ্ট শতক। দিন শেষে অপরাজিত আছেন ১৩২ রানে। তার সঙ্গী বেন স্টোকস ক্রিজে আছেন ৩৭ রানে।