রবিবার, জুলাই ২০, ২০২৫
রবিবার, জুলাই ২০, ২০২৫

আমরা কারো থেকে পিছিয়ে থাকবো না: প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ উন্নত দেশে পরিণত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে এগিয়ে নিতে আমরা শুধু পরিকল্পনাই করছি না, সেটা বাস্তবায়নও করছি। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, ‘এনএসটি ফেলোশিপ’ ও ‘বিশেষ গবেষণা অনুদান’ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান করেন, ‘এখানে থামলেই চলবে না। আমরা কারো থেকে পিছিয়ে থাকবো না। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবো। গড়ে উঠবে দক্ষ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট জনগোষ্ঠী।’

গবেষণার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, যতবেশি গবেষণা বাড়বে ততবেশি জাতি হিসেবে এবং অর্থনৈতিক উন্নয়নে আমাদের দেশের মানুষ অবদান রাখতে পারবে। আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, আমিষ উৎপাদনে আমরা সফলতা অর্জন করেছি। সবই গবেষণার ফসল।

যারা অনুদান পেয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আন্তরিকতার সঙ্গে গবেষণা করবেন। সেই সঙ্গে আমি জানতে চাই আপনারা কী কী গবেষণা করলেন এবং সেগুলো আমাদের দেশে কতটুকু কাজে আসবে।

প্রযুক্তির ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, আসছে চতুর্থ শিল্পবিল্পবে আমাদের প্রযুক্তি ব্যবহার করতে হবে। এজন্য আমাদের দক্ষ জনশক্তি দরকার। সব বাঁধা মোকাবিলা করেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

এমি/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More