সম্প্রতি ইরানে মেয়েদের স্কুলগুলোতে বিষাক্ত গ্যাস প্রয়োগের ঘটনা ঘটেছে। বিষ প্রয়োগের ঘটনায় অসুস্থ ছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েদের স্কুল যাওয়া ঠেকানোর উদ্দেশ্যে এমন কাজ করা হচ্ছে বলে ধারনা করছেন অনেকে।
এছাড়া ২০২২ এর নভেম্বর মাস থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার ছাত্রীকে স্কুলের ভেতর বিষাক্ত গ্যাস প্রয়োগ করার অভিযোগ রয়েছে।
দেশটির পাঁচটি শহরে ২৬টি স্কুলের ছাত্রীরা গ্যাসজনিত বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ছাত্রীর মৃত্যু হয়নি। কিন্তু কয়েকশ‘ ছাত্রীর শ্বাসকষ্ট, বমি বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যাসহ ক্লান্তিতে ভুগছে।
ইরানের প্রসিকিউটর জেনারেল গত সপ্তাহে এক ঘোষণার মাধ্যমে এ বিষয়ে ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছে।
এফএম/দীপ্ত সংবাদ