চার মাসের অন্তসত্ত্বা স্ত্রী ও তিন বছরের কন্যা তাসকিয়া‘র কাছে আর ফিরল না আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। বন্দরনগরী চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ এলাকায় মঙ্গলবার (২৬ নভেম্বর) সংঘর্ষের সময় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় নির্মমভাবে খুন হন সাইফুল।
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে সাইফুল ইসলাম আলিফের তিন বছরের কন্যা এখনও জানে না তার বাবা আর কখনো ফিরবে না তার কাছে। চিরদিনের জন্য ছবি হয়ে গেছেন তার বাবা। স্ত্রী সন্তান সম্ভবা। নিহত অ্যাডভোকেট সাইফুল দেখে যেতে পারেননি তার অনাগত দ্বিতীয় সন্তানের মুখ। তার এমন নির্মম মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার ও স্বজনরা।
আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পর বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম, দাবি উঠেছে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করার।
এদিকে, আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় আটকদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ।
উল্লেখ্য, বুধবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীতে কয়েক দফা জানাজা ও বিকালে নিজ গ্রামে দুই দফা জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাইফুল ইসলাম আলিফ।
এসএ