বিজ্ঞাপন
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

৪৩ থেকে ৪৭তম বিসিএসে ১৮ হাজারের বেশি নিয়োগ

Avatar photoমৃন্ময় মাসুদ

জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন, ৪৩ থেকে ৪৭তম বিসিএসের মাধ্যমে মোট ১৮,১৪৯টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন বিসিএসের অগ্রগতির বিস্তারিত তুলে ধরেন তিনি।

৪৩তম বিসিএস:
এই বিসিএসের মাধ্যমে ২,০৬৪ জনের গেজেট প্রকাশিত হয়েছে। তারা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবেন। তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক ওঠায় এনএসআই ও ডিজিএফআই-এর মাধ্যমে অধিকতর যাচাই-বাছাই চলছে।

৪৪তম বিসিএস:
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত ছিল। নতুন কমিশন আগের নেওয়া ৩,৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাদ দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১,৭৩২ জনের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

৪৫তম বিসিএস:
১২,৭৮৯ জন প্রার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন। নতুন কমিশন স্বচ্ছতা বজায় রাখতে লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দ্বারা পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে।

৪৬তম বিসিএস:
৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ছিল ১০,৬৩৮। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সমসংখ্যক আরও প্রার্থী যুক্ত করে মোট ২১,২৭৬ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করা হয়েছে।

৪৭তম বিসিএস:
৪৭তম বিসিএসের মাধ্যমে ৩,৪৮৭টি পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জনপ্রশাসন সচিব জানান, নতুন কমিশন স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে প্রতিটি ধাপে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More