আবুধাবি টি-টেন লিগে স্যাম্প আর্মির বিপক্ষে প্রায় দুই মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামলেন সাকিব আল হাসান। দুই ওভার বোলিং করে ১৫ রান খরচায় দুই উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। তবে জেতাতে পারেননি দলকে।
আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে সাকিব আল হাসানের দল। ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো শুরু করতে পারেনি বাংলা টাইগার্স। সাত ওভারে দলটির সংগ্রহ ছিল মাত্র ৪৯ রান।
এর মধ্যে শেষ ওভারে লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকার ২৭ বলে অপরাজিত ৬২ রানের দানবীয় ইনিংস খেলেন। তাতে ১০৬ রানের ফাইটিং সংগ্রহ দাঁড় করা টাইগার্স। আফগান ব্যাটার হযরতউল্লাহ জাজাই করেন ৩৫ রান। জবাবে, ১০৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা স্যাম্প আর্মি, প্রথম ওভারেই ওপেনার সারজিল খানকে হারায়।
ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে ফাফ ডু প্লেসিসকে সাজঘরে ফেরান সাকিব। এরপর শিকার করেন রোহান মুস্তাফার উইকেট। সাকিবের এমন টাইট ওভারের পরও তার দলকে ছয় উইকেটে হারতে হয়েছে। জ্যাক টেইলরের ২৭ ও করিম জানাতের ১৫ রানে ভর করে তিন বল বাকি থাকতেই জয় পেয়ে যায় স্যাম্প আর্মি।