শীতকালীন ঘনকুয়াশার কারণে বিমান অবতরণে ঢাকায় সমস্যা হলে বিকল্প ব্যবস্থা হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
রবিবার (১৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সিদ্ধান্তে ঢাকা বিমানবন্দরের ফ্লাইটগুলো ঘনকুয়াশায় বাধাগ্রস্ত হলে চট্টগ্রামে অবতরণে সুবিধা পাবে।
আজ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে তিনি এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, অতীতে শীতকালে ঘনকুয়াশার কারণে ঢাকায় বিমান অবতরণে বাধা এলে তা অন্য দেশে নিয়ে যেতে হতো। এবার চট্টগ্রাম বিমানবন্দর সপ্তাহে চার দিন এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাকি তিন দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে, যা দেশীয় ফ্লাইটের জন্য বিকল্প ল্যান্ডিং সুবিধা দেবে।
পরিদর্শনকালে তিনি যাত্রী প্রান্তিক ভবন, যাত্রী লাউঞ্জ, রানওয়ে, এপ্রোন, বোর্ডিং ব্রিজ, শিশু পার্কসহ চলমান প্রকল্পসমূহ পর্যবেক্ষণ করেন। তিনি যাত্রী সেবা ও নিরাপত্তার মান বৃদ্ধিতে এই প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও আজ সকালে বেবিচক সহযোগিতায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অরবিস ফ্লাইং আই হসপিটাল’ এর কার্যক্রম উদ্বোধন করা হয়, যা চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে ১১তম বার বাংলাদেশে এসেছে।
সুপ্তি/ দীপ্ত সংবাদ