“বন্ধনই শক্তি”এই শ্লোগানকে সামনে নিয়ে আর্ত–মানবতার সেবায় নানামূখী কাজ করে চলেছে ঢাকাস্থ মণিরামপুর সমিতি। এরই অংশ হিসেবে যশোর–খুলনার দুঃখ হিসেবে খ্যাত ভবদহ অঞ্চলে পানিবন্দী বন্যা কবলিত মানুষের স্বাস্থ্য সেবায় এগিয়ে এলো ঢাকাস্থ মণিরামপুর সমিতি।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সমিতির উদ্যোগে যশোর মনিরামপুরের ভবদহ অঞ্চলের নেহালপুর–কালিবাড়ীর শাহিদা সুলতানা বালিকা বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
তিন মাসের অধিক সময় ধরে পানিবন্দী মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ১৫০০ বিভিন্ন ধরনের রোগীর সেবা প্রদান করেন।
সমিতির সাধারণ সম্পাদক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মনিরামপুর সমিতি, ঢাকার যুগ্ম–সম্পাদক বিশিষ্ট শিল্পপতি শফিকুল বারী শফিক, কোষাধ্যক্ষ অধ্যাপক ডঃ হুমায়ুন কবীর (বাবলা), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ডাঃ বুলবুল কবীর, কাজী জহুরুল হক বুলবুল, আব্দুল কাদের, আমিনুর রহমান, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান, জি এম নাজমুল হুদা, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জি এম আফজাল হোসেন। ক্যাম্পকে সহযোগিতা করেন সামাজিক সংগঠন আলোছায়া সহ এলাকার যুবসমাজের আলম, মিন্টু, মিঠুন, ইসমাইল, রবিউল, দিপু, সোহেল, গাজী, রাকিব, আলমগীর, নিরব, জসীম, জিয়া, রাজিব, রবিউল, সজীব, সাইফুল, হাসানুর, রহমান, ইমন, মেহেদী, নাহীদ, তুহিন, হাফিজ, সোহাগ।
একই ধরনের মেডিকেল ক্যাম্প আগামীকাল শনিবার নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ফকির হাট মোড় অনুষ্ঠিত হবে।
আল/দীপ্ত