আগামী এক বছরের মধ্যেই কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্মরণে জাদুঘর তৈরি করা হবে বলে জানালেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। হুমায়ুন আহম্মেদের ৭৬তম জন্ম দিনের অনুষ্ঠানে গাজীপুরের নুহাশপল্লীতে এ কথা জানান শাওন।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬ তম জন্মদিন আজ। তিনি আজও অমলিন কোটি ভক্তের হৃদয়ে। তার মুগ্ধতা এখনও কমেনি। বইমেলা এলে এখনও বাতাসে ঘ্রাণ খুঁজে ফেরেন অসংখ্য পাঠক।
লেখকের জন্মদিন ঘিরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। কবর জিয়ারতসহ নানা আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন পালন করেন ভক্তরা।
জন্মদিন উপলক্ষে দুপুরে গাজীপুরের নুহাশ পল্লীতে হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিশাত ও নিনিতসহ লেখকের ভক্তদের নিয়ে কেক কাটেন। এর আগে সাংবাদিকদের প্রশ্নে শাওন বলেন, আগামী এক বছরের মধ্যে হুমায়ুন আহমেদ স্মৃতি জাদুঘর তৈরি করা হবে।
শাওন আরও বলেন, হুমায়ুন আহমেদ গাছ পাগল ছিলেন, আর নুহাশ পল্লী তৈরি করেছিলেন গাছের জন্য, তার স্মৃতি ধরে রাখতে সেখান প্রতিবছর নানা প্রজাতির গাছ রোপন করা হচ্ছে।
এ সময় শাওন হুমায়ূনের অপূর্ণ স্বপ্ন পূরণে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি তার সৃষ্টিকর্ম নিয়ে বেশি বেশি চর্চা করারও আহ্বান জানান।
আলম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ