জুলাই গণ–অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর শেরে–বাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এই ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম নিটোরে আহতদের দেখতে যান। পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে থাকা এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেয়ার অভিযোগ ওঠে। এরপরই হাসপাতালের ভেতর উত্তেজনা সৃষ্টি হয়।
এসময় জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ না পাওয়ার বিষয়েও অভিযোগ তোলেন কয়েকজন আহত ব্যক্তি। পরে প্রতিবাদ জানাতে থাকা বিক্ষোভকারীরা তোপের মুখে হাসপাতাল ত্যাগ করার চেষ্টা করেন স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার। তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ি ঘেরাও করলে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সহায়তায় তারা হাসপাতাল ত্যাগ করেন।
এদিকে, নিটোর হাসপাতালের গেট বন্ধ করে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা, ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান করছেন।