সিলেট–২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে র্যাব–১ ও র্যাব–৯ এর যৌথ অভিযানে রাজধানী উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব–৯ সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ইয়াহিয়া চৌধুরীর নামে সিলেটের কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য ও হত্যা চেষ্টা মামলা রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট–২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এসএ