নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত হয়েছেন আরও তিন উপদেষ্টা।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নবনিযুক্ত এই উপদেষ্টারা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
নতুন উপদেষ্টাদের মধ্যে দু‘জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া পূর্বে নিযুক্ত ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আর চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলমের দপ্তর এখনো নির্ধারণ করা হয়নি।
আল/ দীপ্ত