১৩২ বছরের রেকর্ড ভেঙে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একবার হেরে গিয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এর মধ্য দিয়ে ২০২৪ সালের যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে পা রাখছেন এই রিপাবলিকান প্রার্থী।
বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ফক্স নিউজ জানায় ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন।
ফক্স নিউজের ফলাফল বলছে, সবশেষ খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।
এদিকে ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেন।
ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে ২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। ২০১৭ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৭৮ বছর বয়সী এই নেতা। নির্বাচিত হওয়ার পর তিনি চার বছর ক্ষমতায় ছিলেন।
এরপর ২০২০ সালে আবারও নির্বাচনে অংশ নেন ট্রাম্প। কিন্তু এবার পুনঃনির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন অন্তত ২৭০টি ভোট।
সুমাইয়া