যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন রাশিদা তায়েব, যিনি ফিলিস্তিনি–মার্কিন বংশোদ্ভূত। মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে তিনি এই আসনে পুনরায় জয়ী হয়েছেন। খবর এপি।
রাশিদা তায়েবের বিজয়ের এলাকা মিশিগান ১২তম ডিসট্রিক্ট আরব–আমেরিকান জনগণের বসবাসের জন্য পরিচিত।
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েল–হামাস সংঘর্ষ নিয়ে তিনি দৃঢ় বিরোধিতা জানিয়ে আসছেন। তার মতে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এবং এই হামলার তীব্র সমালোচনায় তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন।
তবে রাশিদা তায়েবের কিছু মন্তব্যে তার সহকর্মীরা বিশেষভাবে ক্ষুব্ধ হন। গত বছর রিপাবলিকান–নিয়ন্ত্রিত কংগ্রেসে, ইসরায়েল ও হামাসের যুদ্ধ নিয়ে তার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ভোটগ্রহণ করা হয়।
এ বিষয়ে রাশিদা বলেন, তার সমালোচনা ছিল মূলত ইসরায়েলের সরকার এবং প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে এবং তিনি শপথ নিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে তিনি কখনোই নীরব থাকবেন না।
এমবি/এসএ