বিজ্ঞাপন
সোমবার, নভেম্বর ৪, ২০২৪

মা ইলিশ ধরার অভিযোগে আটক ২ হাজার ৫২ জন

দীপ্ত নিউজ ডেস্ক

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার অভিযোগে রবিবার পর্যন্ত ২২ দিনে (নিষিদ্ধের সময়ে) সারা দেশে ২ হাজার ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) নৌ পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর (গতকাল) পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ নির্দেশনা বাস্তবায়নে দেশব্যাপী নৌ পুলিশের সব অঞ্চল বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, বরিশাল অঞ্চল, ফরিদপুর অঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলে অভিযান চালিয়ে ২৬ হাজার ৯২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে এবং সরকারি আইন অমান্য করে মা ইলিশ শিকারের জন্য ২ হাজার ৫২ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে ৭১২টি নৌযান, ২৩ কোটি ৫ লাখ ৪ হাজার ৮৪৫ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। অভিযানে অংশ নেন ৮৪৫টি ভ্রাম্যমাণ আদালত। এতে মামলা হয় ১৮৫টি।

অভিযান প্রসঙ্গে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক কুসুম দেওয়ান বলেন, অভিযান সফল করতে নৌ পুলিশের নিজ নিজ অঞ্চলের অভিযানসহ নৌ পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ দল অভিযানে অংশগ্রহণ করে। আগের বছরের তুলনায় এবার ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

সম্পাদক: এস এম আকাশ

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.