বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল: জেসিয়ার পোশাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কম্বোডিয়া ও থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে পরিচিত মডেলঅভিনেত্রী জেসিয়া ইসলাম।

বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরার মুকুটটি জিততে পারেননি জেসিয়া তবে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছেন বাংলাদেশের এ সুন্দরী।

বাংলাদেশি এই মডেল কখনও পোশাকের মাধ্যমে উত্তাপ ছড়িয়েছেন, আবার কখনও পোশাকপরিচ্ছদে ছিল প্রতিবাদের বার্তা। বিশ্বমঞ্চে তিনি তুলে ধরেছেন জুলাইআগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানের একগুচ্ছ স্লোগান। মূলত গণঅভ্যুত্থানের সময় ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করা শব্দগুলো থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চে নিজের গাউনে তুলে ধরেছিলেন জেসিয়া।

সোনালী রঙের স্লিট ককটেইল শাড়িতে ‘সোনার বাংলা’কে বিষয়বস্তু করে তৈরি করা হয়েছে জেসিয়ার এই পোশাক। পোশাকের টেল গাউনে কালো রঙে লেখা ছিল ‘#কোটা_আন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্র_জনতা’, ‘#মুক্ত_বাংলা’, ‘#শান্তি’, ‘#save_Bangladeshi_students’, ‘#কোটা_বাতিল’, ‘#সমান_অধিকার’, ‘#peace’, ‘#Victory’, ‘#Bangladeshi_student_movement’, ‘#কোটা_বাতিল’, ‘#বিচার_চাই’।

মঞ্চের সেই মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জেসিয়া লিখেন, ‘সোনার বাংলাদেশ, যে হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমরা ভুলবো না।’

জেসিয়া বলেন, ‘এটি আমার তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ভিয়েতনামে “মিস চার্ম” প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। এ ধরনের আয়োজনে অংশ নেওয়ার প্রধান উদ্দেশ্য হলো, আমার বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করা। আমার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের নামটাই উচ্চারিত হয়। সবাই যেন বাংলাদেশকে মনে রাখে, এটাই স্বপ্ন।’

উল্লেখ্য, ২৫ অক্টোবর শেষ হওয়া মিস গ্র্যান্ড ২০২৪এর বিজয়ী হয়েছেন ভারতের মডেল র‌্যাচেল রুপ্তা। প্রথম রানার আপ হন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More